উদ্ধার হয়নি মেঘনায় ডুবে যাওয়া জাহাজ, তেল ভাসছে নদীতে

প্রথম পাতা » প্রধান সংবাদ » উদ্ধার হয়নি মেঘনায় ডুবে যাওয়া জাহাজ, তেল ভাসছে নদীতে
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



খলিল উদ্দিন ফরিদ।।ভোলাবাণী।।ভোলার মেঘনা নদীর তুলাতুলি এলাকায় অকটেল ও ডিজেলবোঝাই জাহাজ ডুবির ঘটনায় মালিক পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে জাহাজটি উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উদ্ধার হয়নি মেঘনায় ডুবে যাওয়া জাহাজ, তেল ভাসছে নদীতে

ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. মাসুদুর রহমান বেল্লাল বিষয়টি নিশ্চিত করেন জানান, ইতিমধ্যে সাগর বধূ-৩ নামে একটি জাহাজ ঘটনাস্থলে এসে পৌঁছেছে ও বিকেলের দিকে আরেকটি জাহাজ এসে পৌঁছাবে। দুইটি জাহাজ মিলে ওই ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের চেষ্টা করা হবে।এর আগে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, আজ সোমবার সকাল ১০টার দিকে ডুবে যাওয়া জাহাজের থেকে তেল উদ্ধার কাজ জোয়ারের কারণে বন্ধ করেছে কোস্টগার্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কী পরিমাণ তেল উদ্ধার হয়েছে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না কোস্টগার্ড।

অপরদিকে তেলবাহী জাহাজডুবির ঘটনা তদন্তে পদ্মা অয়েল কোম্পানির পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটির সদস্যরা তদন্তকাজ করে যাচ্ছেন।

কমিটির সদস্যরা হলেন- আসিফ মালিক উপমহাব্যবস্থাপক(পরিচালন) আহ্বায়ক, মো. আনোয়ার হোসেন সহকারী মহাব্যবস্থাপক (পরিচালন) সদস্যসচিব, ইমরানুল হাসান চৌধুরী (উপব্যবস্থাপক, চাঁদপুর) সদস্য, শফিউল ইসলাম বিশ্বাস, (বিপনন কর্মকর্তা, বরিশাল)। কমিটিকে ৪ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এদিকে স্থানীয় পরিবেশবিদেরা বলছেন, তেলের জাহাজ ডুবির কারণে প্রচুর পরিমাণ তেল নদীতে ভাসছে। এতে করে নদীতে মাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। নদীর পানি থেকে তেলের গন্ধ বের হচ্ছে।

এছাড়াও শীতে যেসব অতিথি পাখি এসেছে সেগুলো মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সরকারে পক্ষ থেকে দ্রুত তেল অপসারণ করার দাবি জানান তারা।

তবে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে নদী থেকে তেল অপসারণ করার জন্য একটি অয়েল পুলিয়েশন যন্ত্র নিয়ে কোস্টগার্ডের একটি টিম কাজ করছে।

উল্লেখ্য, শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ৯শ’ টন অকটেল ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশ্যে রওনা হয় সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজটি। রবিবার ভোর ৪টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে আসলে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না।

এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি জাহাজ তাদের জাহাজটিকে ধাক্কা দেয়। এতে তাদের পেছনের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করে জাহাজটি ডুবে যায়। এ সময় ডাক চিৎকার শুনে একটি বালুবাহী বলগেট জাহাজে থাকা সবাইকে জীবিত উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০:৫৪:১১   ৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ