বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

চরফ্যাশনে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় মাঠ দিবস পালিত

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় মাঠ দিবস পালিত
বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।  চরফ্যাশন উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক আরএমটিপি প্রকল্পের “নিরাপদ মংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের “প্রানী খাদ্যের বাজার উন্নয়ন” কর্মকান্ডের আওতায় আবুবকরপুর ইউনিয়নের হাসানগঞ্জ ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে “মাঠ দিবস” উৎযাপিত হয়।

চরফ্যাশনে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় মাঠ দিবস পালিত২৩/১১/২০২২ ইং তারিখ বুধবার  স্থানীয় ফিড ডিলার, ফিড বিক্রেতা, ঘাষের ডিলার, ঘাষ বিক্রেতা ও খামারীদের সমন্বয়ে এ মাঠ দিবস পালিত হয়।

উক্ত মাঠ দিবসে খামারীদের মাঝে উন্নত খামার ব্যবস্থা ও প্রযুক্তিগত সম্প্রসারন, রেডিফিড, কাফ স্টার্টার, সাইলেজ, ইউএমএস ও উন্নত জাতের ঘাষ উৎপাদন ও কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও খামারীদের এর উপকারিতা সম্পর্কে ধারনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় খামারী মোঃ খায়রুল গরুকে সাইলেজ খাওনোর ফলে তার উপকার প্রাপ্তির অভিজ্ঞতা সকলের মাঝে উপস্থাপন করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বকারী ও আরএমটিপি প্রকল্পের ফোকাল জনাব শংকর চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুবকরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সিরাজ জমাদ্দার। এছাড়াও ডিএলএস, এফডিএ ও নারিশ ফিড কোম্পানীর বিভিন্ন উধ্বতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে খামারীদের মাঝে হাডুডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের পুরস্কার বিতরন করেন।

বাংলাদেশ সময়: ১৩:১১:১৮   ৭৯ বার পঠিত  |