মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

চরফ্যাশনে কোষ্টগার্ডের অভিযানে ৫ জেলেসহ ট্রলার আটক

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে কোষ্টগার্ডের অভিযানে ৫ জেলেসহ ট্রলার আটক
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২



 

 

 

 

 

 

 

সেলিম রানা।। ভোলাবাণী।।  মা ইলিশ সংরক্ষণ অভিযান(অবরোধ) বাস্তবায়নের ১২তম দিনে ভোলার চরফ্যাসন উপজেলার মেঘনা  নদীর বিভিন্ন এলাকা মঙ্গলবার  (১৮ অক্টোবর ) ভোর ৫ টা থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৫  জেলেসহ ১২ লক্ষ ৫০ হাজার মিটার সুতার জাল ও ছোট ৫টি ট্রলার  আটক করেছে বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা আউটপোষ্ট কন্টিনজেন্ট।

চরফ্যাশনে কোষ্টগার্ডের অভিযানে ৫ জেলেসহ ট্রলার আটকএসময় জালে আটকে থাকা ৮০ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে স্থাণীয় ৩টি এতিমখানায়    ও স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার  জানান, মেঘনা নদীর চর হাছিনা, আট কপাট সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনাকালীন নদীতে ৫ জেলেসহ ১২ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্টজাল ও ৫টি ট্রলার আটক করা হয়।

আটককৃত জেলে ও ট্রলারসহ ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে দুই হাজার টাকা করে     পাঁচ জনকে ১০ হাজার টাকা জরিমানা করে ওপেন নিলামে ডাকের মাধ্যমে পাঁচটি ট্রলার ২ লক্ষ ৩৪ হাজার টাকা নিলাম বিক্রি করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন সহকারী  কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান , এই সময়  উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনাল, মেরিন ফিশারিজ অফিসার সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২১:২৩   ১১৫ বার পঠিত  |