নুরুল্লাহ ভূইয়া।।ভোলাবাণী।। চরফ্যাসন প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসনের এওয়াজপুরের ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম এর হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে শশীভূষণ থানা ওলামা ঐক্য পরিষদের আয়োজনে শশীভূষণে বিক্ষোভ করছে স্থানীয় কয়েক হাজার জনতা।
মঙ্গলবার সকাল ১০ টায় শশীভূষণ বাজার বড় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রীজ সংলগ্ন নতুন বাজারে প্রতিবাদ সভায় মিলিত হয়। শশীভূষণ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নুরে আলম নুরানীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ছালাউদ্দিন, মাওলানা রুহুল আমিন, মাওলানা হারুনর রশীদ প্রমুখ। এসময় বক্তারা মাওলানা নুরুল ইসলাম এর খুনের সাথে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আহবান জানান। তারা প্রয়োজনে খুনিদের গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
এ দিকে একই দিনে একই দাবিতে দুপুর বারোটার দিকে চরফ্যাসন বাজারের সদর রোডে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা দক্ষিণ শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়, মাওলানা ছালাউদ্দিন বেলালীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমানসহ অন্যান্য আলেম ওলামাগন।
উল্লেখ্য গত শুক্রবার সকালে নিজেদের পারিবারিক কলহ মিমাংসা করতে গিয়ে চাচা আবু তাহের মাঝি সহ ৭-৮জনের সংঘবদ্ধ হামলায় নির্মমভাবে নিহত হন মাওলানা নুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮:৪০:১৬ ৩২ বার পঠিত |