ভোলায় স্বেচ্ছাসেবক দলের দলের সাধারণ সম্পাদক কারাগারে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় স্বেচ্ছাসেবক দলের দলের সাধারণ সম্পাদক কারাগারে
সোমবার, ১৭ অক্টোবর ২০২২



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।

ভোলায় পুলিশ এসল্ট মামলার (জি,আর-৪৭৫) আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

ভোলায় স্বেচ্ছাসেবক দলের  দলের সাধারণ সম্পাদক আল আমিন  কারাগারেঅভিযুক্ত জেলা স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার আল-আমিন ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতিও ছিলেন।

তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে মামলার আসামি পক্ষের আইনজীবী ড. আমিনুল ইসলাম বাছেদ।

তিনি বলেন, আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন রোববার (১৬ অক্টোবর) সকালে ভোলা অতিরিক্ত জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক তারিক হোসেন আসামি খন্দকার আল-আমিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত ৩১ জুলাই ভোলা সদর উপজেলা মহাজনপট্টি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এসময় গুলিতে বিএনপির দুই নেতা নিহত হন। ওই সংঘর্ষে পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হোন।

বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে ওই সংঘর্ষ হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ও পুলিশের উপ-পরিদর্শক (তদন্ত) মো. রাজিব জানান, ওই মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ বাদি হয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনসহ বিএনপির ৪’শ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। সেই মামলার আসামি খন্দকার আল-আমিনকে আজ রোববার আদালত কারাগারে পাঠান।

বাংলাদেশ সময়: ৭:০৮:৫৭   ৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ