শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

কুকুরের কামড়ে আহত সামিয়াকে বাঁচানো গেলো না

প্রথম পাতা » দক্ষিণ আইচা » কুকুরের কামড়ে আহত সামিয়াকে বাঁচানো গেলো না
শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২



সেলিম রানা।। ভোলাবাণী

কুকুরের কামড়ে আহত শিশু সামিয়া (৪) আক্তারকে বাঁচানো সম্ভব হয়নি। টানা ১৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে পরপারে চলে গেলেন ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা এলাকার দিনমজুর জসিম উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার।



শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।



কুকুরের কামড়ে আহত  সামিয়াকে বাঁচানো গেলো নাএর আগে গত মাসের ২৬ আগষ্ট সকালে উপজেলার চর মানিকা ইউনিয়নে একটি কুকুরের কামড়ে শিশু সামিয়াসহ আহত হয় স্থানীয় ১২ জন শিশু। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়ে ১১ জন শিশু খুব দ্রুত সুস্থ হয়ে উঠলেও অবস্থার উন্নতি হয়নি সামিয়ার।



শিশুটির বাবা দিনমজুর জসিম উদ্দিন জানান, গত মাসের ২৬ আগষ্ট সকালে উপজেলার চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি পাগলা কুকুরের কামড়ের শিকার হোন ১২ শিশু। তাদের মধ্যে শিশু সামিয়াও ছিল। ১১ জন শিশু প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও সামিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়নি।



অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৮ সেপ্টেম্বর সকালে চরফ্যাশন হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায়, তাঁর (সামিয়ার) পুরো শরীরে কুকুরের কামড়ের বিষ ছড়িয়ে পড়েছে। তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে হবে।



কিন্তু দিনমজুর জসিম উদ্দিনের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় চরফ্যাশন হাসপাতাল থেকে সামিয়াকে বাড়িতে নিয়ে আসেন।



এরপর আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।



এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব কবির বলেন, কুকুরের কামড়ে আহত রোগীকে যত দ্রুত সম্ভব স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হয়। বিশেষ করে কুকুরে কামড়ানো রোগীকে হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে হয়। যতক্ষণ পর্যন্ত রোগীর শরীরে কুকুরের বিষ থাকবে, ততক্ষণ পর্যন্ত রোগীকে চিকিৎসার উপর রাখতে হবে।



নিহত সামিয়ার বিষয়ে এ চিকিৎসক বলেন, সামিয়ার পুরো শরীরে কুকুরের কামড়ের বিষ ছড়িয়ে পড়েছে। যাঁর ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে তাঁর বাবা তাকে উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেলে নিয়ে গেলে তাকে বাঁচানো সম্ভব হতো।

বাংলাদেশ সময়: ১৯:৩০:০৭   ৭৩ বার পঠিত  |