সোমবার, ২৯ আগস্ট ২০২২

তজুমদ্দিনে আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

প্রথম পাতা » কৃষি ও প্রকৃতি » তজুমদ্দিনে আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
সোমবার, ২৯ আগস্ট ২০২২



মেহেদী হাসান মামুন।।ভোলাবাণী।।
ভোলার তজুমদ্দিনে আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলার চাঁদপুর ইউনিয়নের কৃষকরা লাভের আশায় শুরু করেছেন আখ চাষ। আবহাওয়া ও মাটি আখ চাষের উপযোগী হওয়ায় স্থানীয়ভাবে পরিচিত গেন্ডারি, বোম্বাই, মুগী জাতের আখ চাষ করছেন তারা।

ভোলার তজুমদ্দিনে আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।জানা যায়, গত কয়েক বছর থেকে আখ চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক কৃষক। রোগ বালাইয়ের তেমন একটা ক্ষতি না হলে, এক একরে আড়াই লক্ষাধিক টাকার আখ বিক্রয় করা যায়। উৎপাদন খরচ ৫০ থেকে ৬০ হাজার টাকা বাদে একরে ২ লাখের বেশি টাকা লাভ হয়। এজন্য প্রতি বছর কৃষকদের আঁখ চাষে আগ্রহ বাড়ছে।।

কৃষক মোঃ হাফিজ মিয়া বলেন, আমি প্রায় ১০ বছর ধরে আখ চাষ করছি। দেড় হতে দুই বিঘা জমিতে আখ চাষ করেছিলাম আগে। এবারে ৪ বিঘা জমিতে আখের চাষ করেছি। ১০০ আখ ৮০০ টাকা থেকে ১০০০ টাকা দরে বিক্রি শুরু করেছি। এমন দাম থাকলে লাভবান হতে পারবো বলে আশা করছি।

উপজেলার কৃষি অফিসার অপূর্ব লাল সরকার জানান,আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে আখের ফলন বেশ ভালো হয়েছে। আখ চাষে ঠিক ঠাক মত যত্ন নেওয়ার জন্য, কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আখ চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:০০:১৩   ১০১ বার পঠিত  |