শনিবার, ২৩ জুলাই ২০২২

চরফ্যাসনে কমিউনিটি বেইজড ট্যুরিজম বোর্ডের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাসনে কমিউনিটি বেইজড ট্যুরিজম বোর্ডের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী
শনিবার, ২৩ জুলাই ২০২২



ভোলাবাণী।। চরফ্যাসন প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলার চরফ্যাসনের পর্যটন এলাকা কুকরী-মুকরিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর আয়োজনে, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর কারিগরি সহায়তায় দুইদিন ব্যাপী কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাসনে কমিউনিটি বেইজড ট্যুরিজম বোর্ডের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনীশনিবার (২৩ জুলাই) সকালে কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের  সার্বিক সভাপতিত্বে কুকরি-মুকরি রেস্ট হাউজের হলরুমে সমাপনী দিনের প্রশিক্ষন সমাপ্ত হয়। এতে চরফ্যাসনের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পেশার প্রায় ৪০ জন অংশ নেয়।

জুম আ্যপসের মাধ্যমে প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (উপ সচিব) মোঃ সাইফুল হাসান,

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ সাইফুল হাসান বলেন, কমিউনিটি বেইজড ট্যুরিজম এর মাধ্যমে স্থানীয় জনসাধারণকে একত্রিত করে সচেতন করার মাধ্যমে ট্যুরিজমের উন্নয়ন করা। এতে করে এলাকার মানুষ আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে। সে লক্ষ্যে আমরা বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে এ সকল প্রশিক্ষন এর ব্যবস্থা করে আসছি।

এছাড়াও প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন প্রশিক্ষক মেজবাউল হক ও আবুল কালাম আজাদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আবু ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ২০:২২:৩৩   ৭৮ বার পঠিত  |