সোমবার, ১১ জুলাই ২০২২

মনপুরা আনন্দ বাজারে আগুনে ১২টি দোকান পুড়ে ছাঁই॥॥অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরা আনন্দ বাজারে আগুনে ১২টি দোকান পুড়ে ছাঁই॥॥অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি
সোমবার, ১১ জুলাই ২০২২



মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধিঃ
ভোলার মনপুরার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিনের আনন্দ বাজারে চায়ের দোকানের গ্যাস স্লিন্ডার বিষ্পেরনের আগুনে ১২টি দোকান পুড়িয়ে সম্পুর্ন ছাঁই হয়ে গেছে। দিনে দুপুরে হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। প্রায় ১ ঘন্টার চেষ্টায় ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন বাজার ব্যাবসায়ীরা।
১১ জুলাই সোমবার বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনার সূত্রপাত হয়। আগুন লাগার ঘটনায় সর্বত্রই আতংক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রনে আসায় বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীসহ ¯’ানীয় হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

মনপুরা আনন্দ বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর একাংশ। সরজমিনে পরিদর্শনে আ’লীগ নের্তৃবৃন্দ। আগুন নিভানোর কাজে ব্যাস্ত ফায়ারসার্ভিস।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোবার প্রতিদিনকার ন্যায় বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে যায়। বাজারের চা দোকানদার মোঃ রাকির এর চা দোকানের গ্যাস স্লিন্ডার বাস্ট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহীন শিখায় আশেপাসের দোকানে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন এক ঘর থেকে অন্য ঘরে লেগে যায়।
খবর পেয়ে দ্রুত উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসটি এসে আগুন নিয়ন্ত্রন আনেন।
এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় ১২টি দোকান সম্পূর্নরুপে পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন মানুষ হতাহত হয়নি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো মোঃ রিপনের কীটনাশক দোকান, মোঃ আব্বাস এর জুতার দোকান, মোঃ মিজানের ঔষধের দোকান, মোঃ রাসেল এর মনিহারী দোকান, মোঃ জিহাদ এর ফাের্মসী, মোঃ রাকিব এর চায়ের দোকান, মোঃ খোকনের মুদিদোকান, মোঃ ছাইফুল এর মুদি দোকান, মোঃ জাবেদ এর মুদি দোকান, নুরুজ্জামান ফরাজীর চায়ের দোকান, আইয়ুব আলীর কাঠের দোকান ও মোঃ জামালউদ্দিনের মুদি দোকান । ১২টি দোকান পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান বাজার ব্যাবসায়ীরা।
এদিকে আগুন লাগার পর আগুনের তীব্রতা দেখে বাজারের অপরাপর ব্যবসায়ীদের মাঝেও তীব্র আতংক ছড়িয়ে পড়ে। তারাও যার যার দোকানের মালামাল অন্যত্র সরাতে ব্যস্ত হয়ে পড়ে। অবশেষে আড়–ন নিয়ন্ত্রনে আসলে সকল ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে আসে। খবর পেয়ে পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরীর নের্তৃত্বে উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দ ঘটনা¯’ল পরিদর্শন করেন।
এই সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, মোঃ আমিরুল ইসলাম ফিরোজ, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সিরাজ কাজী, ইউপি সদস্য মোঃ সোহেল প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় ¯’ায়ী কমিটির সভাপতি ও অত্র আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এই অনাকাঙ্খিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:২৭   ১০০ বার পঠিত  |