রবিবার, ৫ জুন ২০২২

সীতাকুন্ড কনটেইনার ডিপো অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২৬

প্রথম পাতা » প্রধান সংবাদ » সীতাকুন্ড কনটেইনার ডিপো অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২৬
রবিবার, ৫ জুন ২০২২



 ভোলাবাণী ডেক্স ঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জন হয়েছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন পাঁচজন।

সীতাকুন্ড কনটেইনার ডিপো অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ২৬এছাড়া আগুনে আহত হয়েছেন আরও চার শতাধিক। তাদের মধ্যে ডিপোর শ্রমিক, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে আহতদের দেখতে এসে এ কথা জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার জোনের এসি শহীদুল ইসলাম।

এসময় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর চমেক বার্ন ইউনিটে আহতদের খোঁজ নেন।

বাংলাদেশ সময়: ১১:২৪:১৭   ৭৪ বার পঠিত  |