বার কাউন্সিল পরিক্ষার প্রবেশপত্র অনলাইনে পাওয়া যাবে।

প্রথম পাতা » প্রধান সংবাদ » বার কাউন্সিল পরিক্ষার প্রবেশপত্র অনলাইনে পাওয়া যাবে।
শনিবার, ৪ জুন ২০২২



ভোলাবণী ডেক্সঃ চলতি মাসের ১৭ জুন বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীদের অন্তর্ভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র আগামী ৬ জুন থেকে অনলাইনে পাওয়া যাবে।

---গত বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা আগামী ১৭ জুন দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রবেশপত্র আগামী ৬ জুন রাত ১০টা থেকে ১৭ জুন সকাল ১০টা পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে।

অথবা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ছবিযুক্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর কালার প্রিন্ট করে নিতে হবে।

যারা পরীক্ষার জন্য অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন করেছেন তাদের সুবিধার্থে প্রত্যেকের মোবাইল নম্বরে (যে নম্বর প্রার্থী নিজের নম্বর হিসেবে অনলাইন আবেদন ফরমে উল্লেখ করেছেন) ইউজার আইডি ও পাসওয়ার্ড ক্ষুদে বার্তার মাধ্যমে পুনরায় পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া রোল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের তালিকা আগামী ১৬ জুন বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৫:১৫   ৭৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ