পিছিয়ে পড়া মানুষদের স্বপ্ন দেখাচ্ছেন শুক্লা দেবনাথ

প্রথম পাতা » প্রধান সংবাদ » পিছিয়ে পড়া মানুষদের স্বপ্ন দেখাচ্ছেন শুক্লা দেবনাথ
শুক্রবার, ৩ জুন ২০২২



 

ছোটন সাহা।।ভোলাবাণী।।

নিজের উপার্জনের টাকা দিয়ে একাই সমাজ সেবা করছেন শুক্লা দোবনাথ নামের এক তরুনি। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করছেন এই তরুনি। মাস্টার ডিগ্রী পাশ করা এ তরুনি টিউশনি এবং বিউটিশিয়ানের উপার্জনের টাকার পুরো অংশই ব্যায় করছেন মানবসেবায়।
পিছিয়ে পড়া মানুষদের স্বপ্ন দেখাচ্ছেন  শুক্লা দেবনাথসমাজের পিছিয়ে পড়া নারী এবং অসহায় মানুষদের নিয়ে কাজ করার প্রবল আগ্রহ নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে যুক্ত আছেন এ কাজে।
এ গল্প ভারতের উত্তর বঙ্গের আলিপুরদুয়ার জেলার তরুনি শুক্লা দেবনাথের। বাবা প্রয়াত লক্ষন দেবনাথ ও ঝর্না দেবনাথের মেয়ে শুক্লা দেবনাথ। পড়াশুনায় বেশ মেধাবি।  যিনি একাই লড়ছেন নারীদের স্বনির্ভর করতে।

চা বাগানের শ্রমিক এবং অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। আলোর পথ দেখাচ্ছেন অসহায় মানুষের।
২০১৭ সাল থেকে  তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। তার এ সমাজ সেবামূলক কাজ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। মানুষের কল্যানে  নিরলসভাবে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করছেন তিনি।
অসহায় মানুষদের স্বনির্ভর করার স্বপ্ন দেখিয়েছেন তিনি। আর সে লক্ষ্যেই কাজ করছেন।
শুধু তাই নয়, নিজের উপার্জনের টাকার সবটুকু বিলিয়ে দিচ্ছেন অসহায় মানুষের কল্যানে। করোনাকালীন সময়েও তিনি দাড়িয়েছেন অসহায় মানুষের পাশে।
এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন। দিচ্ছেন পরামর্শ, সহযোগীতা এবং প্রশিক্ষন।
সেবামূলক এমন কাজে বেশ কয়েকবার পুরস্কার এবং  সংবর্ধনা পেয়েছেন।
শুক্লা দেবনাথ জানিয়েছেন, চা বাগানের বেশিরভাগ শ্রমিক পরিবারের মানুষগুলো  নানা সংকটে দিন কাটাচ্ছেন।  এমন পরিস্থিতিতে তাদের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছি।  নারীদের  ফ্রি বিউটি পার্লার প্রশিক্ষণ দিয়ে  স্বনির্ভর করতে কাজ করছি।
পিছিয়ে পড়া মানুষদের স্বপ্ন দেখাচ্ছেন  শুক্লা দেবনাথভবিষ্যতে  চা-বাগানে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ   স্কুল, সেবাশ্রম এবং বিউটি পার্লার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মাস্টার ডিগ্রী পাশ করা এ তরুনি সারাজীবন মানুষের কল্যানে কাজ করে যেতে চান।
ভবিষ্যতে ‘ তরাই ডুয়ার্স নারী জাগরণ সংঘ’ নামে একটি একটি এনজিও করার চেষ্টা করছেন।
শুক্লা দেবনাথ আরও জানান, আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা শিক্ষিত হয়ে বেকার পড়ে আছে। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে না। তাদের জন্য  প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। যাতে তারা হাতের কাজ শিখে স্বনির্ভর হতে পারে।

 

 

বাংলাদেশ সময়: ১১:৪৪:১৮   ৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ