রবিবার, ২২ মে ২০২২

জনসেবা ছাড়া জনপ্রতিনিধি হওয়া সম্ভব নয় - এমপি শাওন।

প্রথম পাতা » তজুমদ্দিন » জনসেবা ছাড়া জনপ্রতিনিধি হওয়া সম্ভব নয় - এমপি শাওন।
রবিবার, ২২ মে ২০২২





স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। তৃণমূল থেকে বাছাই করা নেতাকর্মীরাই একদিন দলের নেতৃত্ব দিবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে নেতা কর্মিদের সমর্থন নিয়ে আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে। কারন জনসেবা ছাড়া জনপ্রতিনিধি হওয়া সম্ভব নয়।


জনসেবা ছাড়া জনপ্রতিনিধি হওয়া সম্ভব নয় - এমপিরবিবার (২২ জুন) সকালে উপজেলা  চাঁচড়া  ইউনিয়নের ৭,৮,ও ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।


চাঁচড়া আ’লীগ সভাপতি  শামসল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যন মোঃ আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু, মোঃ রাসেল, চাঁচড়া আ’লীগ নেতা আলাউদ্দিন জামাল প্রমুখ।


পরে দ্বিতীয় অধিবেশনে চাঁচড়া ৭নং ওয়ার্ডে আঃ রবকে সভাপতি, জাকির মাঝীকে সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ডে মোঃ সোহেলকে সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ডে কয়ছর আহমেদকে সভাপতি ঘোষনা করে ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়। ৮ ও ৯ নং ওয়ার্ডে সভাপতি -সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ২১:১৬:৩৩   ৭৭ বার পঠিত  |