শিক্ষিত জাতি ছাড়া কখনও দেশের উন্নতি কল্পনা করা যায়না- বিপ্লব

প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষিত জাতি ছাড়া কখনও দেশের উন্নতি কল্পনা করা যায়না- বিপ্লব
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭



 

---

জেলা প্রতিনিধি, ভোলাবাণী: ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও তরুণ শিল্প-উদ্যোক্তা মোঃ মইনুল হোসেন বিপ্লব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষিত জাতির বিকল্প নেই।

কারন শিক্ষিত জাতি ছাড়া কখনও দেশের উন্নতি কল্পনা করা যায়না।

আর এজন্যই প্রধানমন্ত্রী শিক্ষা খাতে ব্যাপক গুরুত্ব দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেড় লাখেরও বেশী প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন এবং ২৫ হাজারেরও বেশী শিক্ষককে তিনি জাতীয় করণ করেছেন।

জাতির জনকের কন্যা শেখ হাসিনাও বুঝেছেন আমার যে রূপকল্প রয়েছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্বনির্ভর ও মধ্যম আয়ের দেশে রূপান্ত্রিত করবো। তাহলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। এ জন্য তার আমলেও প্রায় ২৫ হাজারেরও বেশী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করা হয়েছে এবং এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের প্রক্রিয়ায় রয়েছে। এমনকি অনেক শিক্ষককে তিনি জাতীয় করণের আওতায় নিয়ে এসেছেন।

বুধবার দুপুরে ভোলা সদর উপজেলা কর্তৃক আয়োজিত বাপ্তা ইউনিয়নে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপ্লব আরও বলেন, প্রাধনমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয় ২০০১ সালে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। সে সময় এটি নিয়ে অনেকে ব্যঙ্গ করেছেন। আজ তা বাস্তব। মানুষ অনলাইন ব্যাংকিংসহ অনেক সুযোগ সুবিদা ঘরে বসে পেয়ে থাকেন। প্রায় বারো কোটি মানুষের হাতে আজ মোবাইল ফোন এটিও ডিজিটাল বাংলাদেশের অবদান।

এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন।

সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহার উদ্দিন কালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু।

এছাড়াও বক্তব্য রাখেন বাপ্তা ইউপি চেয়ারম্যান মোঃ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৭:৫৮:৪৬   ২৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ