গাজী মো. তাহেরুল আলম।।ভোলাবাণী।।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দ্বীপজেলা ভোলার সাংস্কৃতিক সংগঠন মেঘনা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
এ উপলক্ষে মেঘনা আইটি সেন্টারের প্রধান উপদেষ্টা আমিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মেঘনা আইটি সেন্টারের ব্যবস্থাপক মো. বিলাল হোসাইন ও পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন ও মেঘনা শিল্পগোষ্ঠীর পরিচালক জিয়াউদ্দিন সোহাগ।
অনুষ্ঠানমালার দ্বিতীয়পর্বে মেঘনা শিল্পীগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মেঘনা শিল্পীগোষ্ঠীর সহকারি পরিচালক জনাব রাজিন সালেহ্।
বাংলাদেশ সময়: ২৩:১২:৪৯ ৭৬ বার পঠিত |