গাজী মো. তাহেরুল আলম।।ভোলাবাণী।।
আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা কুঞ্জের হাট উপশহরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের স্বনামধন্য স্বাধীন ওয়াইফাই’র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীন ওয়াইফাই’র সিও মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুঞ্জেরহাট বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাধীন ওয়াইফাই’র জেনারেল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, সাংবাদিক গাজী মো. তাহেরুল আলম(লিটন), আল আরফাহ্ ব্যাংক এজেন্ট শাখার ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রমূখ। সভাপতির বক্তব্যে স্বাধীন ওয়াইফাই’র সিও বলেন, অল্প টাকায় আনলিমিটেড ইন্টারনেট সেবা নিয়ে ‘স্বাধীন ওয়াইফাই’ তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে পৌঁছে দিতে স্থানীয় ইন্টারনেট সেবা গ্রহীতাদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য স্বাধীন ওয়াইফাই কুঞ্জেরহাট উপশহরে এজেন্টের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শরীফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রফিকুল ইসলাম আফসারী।
বাংলাদেশ সময়: ১৯:২৭:০৪ ৪১ বার পঠিত |