বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২

করোনা: দেশে একদিনে শনাক্ত ১০ হাজার ছাড়ালো

প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনা: দেশে একদিনে শনাক্ত ১০ হাজার ছাড়ালো
বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২



ভোলাবাণী ডেক্সঃ সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে দেশে আবারও করোনা শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে গেছে। মারা গেছে আরও ৪ জন।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে ১০ হাজার ৮৮৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩৭।

---

গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৮৯৮ জনের নমুনা সংগ্রহ করার বিপরীতে ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়।নতুন শনাক্তসহ দেশে আক্রান্ত বেড়ে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে।

করোনা: দেশে একদিনে শনাক্ত ১০ হাজার ছাড়ালো

এ সময়ে মারা গেছে ৪ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত কভিড-১৯ আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছে ২৮ হাজার ১৮০ জন মানুষ।আগের দিন বুধবার ১২ জনের মৃত্যু হয়েছিল জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ শনাক্ত সাড়ে ৯ হাজার রোগী। শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০:৫০:১৬   ৬৮ বার পঠিত  |