বুধবার, ১২ জানুয়ারী ২০২২

মাস্ক ছাড়া কোনো ভোটারকে নির্বাচনের বুথে প্রবেশ করতে দেয়া হবে না। : নুরুল হুদা

প্রথম পাতা » জাতীয় » মাস্ক ছাড়া কোনো ভোটারকে নির্বাচনের বুথে প্রবেশ করতে দেয়া হবে না। : নুরুল হুদা
বুধবার, ১২ জানুয়ারী ২০২২



ভোলাবাণী ডেক্সঃ মাস্ক পরিধান করা ছাড়া ভোটাররা যেন ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে সে জন্য প্রিজাইডিং অফিসারদের সতর্ক থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

---

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্দেশনা দেন তিনি।নুরুল হুদা বলেন, প্রিজাইডিং অফিসারদের প্রতি নির্দেশনা থাকবে, প্রতিটি কেন্দ্র ও বুথে যেন পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার থাকে। আর মাস্ক ছাড়া কোনো ভোটারকে নির্বাচনের কেন্দ্র বা বুথে প্রবেশ করতে দেবেন না। যারা আসবেন তারা মাস্ক পরে আসবেন।

তিনি বলেন, সামাজিক দূরত্ব ম্যান্টেইন করাটা নির্বাচনকালীন সময়ে সম্ভব না। এটাই বাস্তব কথা। কারণ মিডিয়ার মাধ্যমে আমরা দেখি যে, ভোটের দিন সকালে ভোটারদের ভিড় অনেক বেশি থাকে। বিশেষ করে মহিলাদের প্রচুর ভিড় থাকে। তারা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে না। সামাজিক দূরত্ব বজায়ের বিষয়টি প্রত্যেক ভোটার টু ভোটার পৌঁছানো সম্ভব না। তাই নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের প্রতি নির্দেশনা থাকবে, মাস্ক ছাড়া কোনো ভোটার যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারে।

মাস্ক পরিধান করা ছাড়া ভোটাররা যেন ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে সে জন্য প্রিজাইডিং অফিসারদের সতর্ক থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

এছাড়াও ইভিএম পদ্ধতি ব্যবহার ও নির্বাচনি বিষয়ে নানা দিক নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩৪   ৭৩ বার পঠিত  |