ভোলায় ইউপি নির্বাচনে ৭টি ইউনিয়নে চেয়্যারমেন নির্বাচিত হলেন যারা।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ইউপি নির্বাচনে ৭টি ইউনিয়নে চেয়্যারমেন নির্বাচিত হলেন যারা।
শুক্রবার, ১২ নভেম্বর ২০২১




মাহমুদুল হাসান ফাহাদ।।ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি।।

ভোলার দৌলতখান উপজেলার সাতটি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে এ উপজেলার ৭ ইউনিয়নের ৬৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট শুরুর আগেই ব্যাপক উৎসাহ নিয়ে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। এবং দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রশাসন এর কঠোর অবস্থানের কারনে ৭টি ইউনিয়নে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


ভোলায় ইউপি নির্বাচনে ৭টি ইউনিয়নে চেয়্যারমেন নির্বাচিত হলেন যারা।নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে বেসরকারিভাবে নবনির্বাচিত চেয়ারম্যান হলেন যারাঃ


০১। মদনপুর ইউনিয়নে: নাসির উদ্দিন নান্নু, (নৌকা প্রতীক) ০২। মেদুয়া ইউনিয়নে: মনজুর আলম, (নৌকা প্রতীক) ০৩। চরপাতা ইউনিয়নে: কাজল ইসলাম তালুকদার, (নৌকা প্রতীক) ০৪। চরখলিফা ইউনিয়নে: নৌকার প্রার্থী শামীম হোসেন অমি, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

০৫। উত্তর জয়নগর ইউনিয়নে: বশির সর্দার, (নৌকা প্রতীক)। ০৬। দক্ষিণ জয়নগর ইউনিয়নে: নাজমুল হোসেন বাচ্চু, (আনারস প্রতীক) স্বতন্ত্র। ০৭। ভবানীপুর ইউনিয়নে: আওলাদ হোসেন, (চশমা প্রতীক) স্বতন্ত্র।


ভেলা জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ৭টি ইউনিয়নের নির্বাচনী  ফলাফল বেসরকারীভাবে ঘোষণা করেন।।

বাংলাদেশ সময়: ২১:২৩:১৪   ৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ