মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

বরিশালে পত্রিকা অফিসে ঢুকে সাংবাদিককে কুপিয়ে জখম,চরফ্যাশন বিওজেএ’র নিন্দা

প্রথম পাতা » চরফ্যাশন » বরিশালে পত্রিকা অফিসে ঢুকে সাংবাদিককে কুপিয়ে জখম,চরফ্যাশন বিওজেএ’র নিন্দা
মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১



চরফ্যাশন অফিস, ভোলা বানী॥
বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের সময় পত্রিকার অফিসে ঢুকে পত্রিকাটির প্রধান সম্পাদক সাংবাদিক আলম রায়হান এর উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অনলাইন  জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ( বিওজেএ) চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি নোমান সিকদার ও সাধারণ সম্পাদক মিজান নয়ন, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আরাফাত এবং নির্বাহী সদস্য এম আমির হোসেনসহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। বিবৃতিতে তারা  এঘটনার সঙ্গে জড়িত এক আসামীকে গ্রেফতার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদেরকে  দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
উল্লেখ’ ২ অক্টোবরসন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্রিকা অফিসে সাংবাদিক আলম রায়হানের উপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তিনি বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতর্কিতভাবে সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর চড়াও হয় হামলাকারীরা। এ সময় দখিনের সময়ের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাফিজ ও হাতেম আলী কলেজ সংবাদদাতা মশিউরও আহত হন।
আহত সাংবাদিক আলম রায়হান জানান, স্থানীয় যুবদল নেতাসহ কয়েকজন এসে আলম রায়হানকে মারধর করে পাশের একটি ডোবায় ফেলে দেন। এ সময় অফিসে থাকা সাংবাদিক হাফিজ, মশিউর, খালিদসহ, বেশ কয়েকজনকে পিটিয়ে জখম করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪১:১৫   ১১৫ বার পঠিত  |