শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১

অধ্যক্ষ নজরুল ইসলাম স্মরণে এসটিএস হাসপাতালের ফ্রী মেডিকেল ক্যাম্প

প্রথম পাতা » চরফ্যাশন » অধ্যক্ষ নজরুল ইসলাম স্মরণে এসটিএস হাসপাতালের ফ্রী মেডিকেল ক্যাম্প
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১



চরফ্যাশন অফিস, ভোলা বানী:
---যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপমন্ত্রী স্থানীয় এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের পিতা সাবেক এমপি মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম স্মরণে চরফ্যাশনের শরিফপাড়াস্থ এসটিএস হাসপাতালের’ পক্ষ থেকে ২ দিন ব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে । দক্ষ্য চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে আজ ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটা থেকে শুরু হওয়া  ফ্রি মেডিক্যাল ক্যাম্প ১৮ সেপ্টেম্বর শনিবার বিকেল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।  হাসপাতালটির চেয়ারম্যান অবসর প্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মজিবুর রহমান সাংবাদিকদের জানান, একঝাক দক্ষ্য চিকিৎসকের অংশ গ্রহনে মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরো বলেন, আমাদের হাসপাতালে ২৪ ঘন্টা চিকিৎসক থাকবে। প্রতি শুক্রবার দেশের শীর্ষ স্থানীয় চিকিৎসকগন রোগী দেখবেন। নান্দনিক চরফ্যাশন উপজেলা শহরের মানুষ চিকিৎসার জন্য আর কষ্ট করে রাজধানী শহর ঢাকা কিংবা বরিশালে যেতে হবেনা । এখানেই উন্নত যন্ত্রপাতি দিয়ে কম খরচে সঠিক পরীক্ষা নিরীক্ষা করাতে পারবে ।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:২৮   ৭৮ বার পঠিত  |