শনিবার, ২৮ আগস্ট ২০২১

তীব্র নদী ভাঙনে ছোট হয়ে আসছে ভোলা

প্রথম পাতা » এক্সক্লুসিভ » তীব্র নদী ভাঙনে ছোট হয়ে আসছে ভোলা
শনিবার, ২৮ আগস্ট ২০২১



বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী ।।প্রবল বষর্নে আর উজানের পানি নামায় হঠাৎ করেই ভয়াল রূপ ধারণ করেছে ভোলার মেঘনা।ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর পয়েন্ট দিয়ে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে।
এতে নদীর তীরবর্তী ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হচ্ছে গত কয়েকদিন ধরে । প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন সৃষ্টি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভোলার নদী পাড়ের মানুষ।

তীব্র নদী ভাঙনে ছোট হয়ে আসছে ভোলা

গত এক সপ্তাহে অন্তত অর্ধশতাধিক ঘর-বাড়িসহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। নদী ভাঙনের মুখে রয়েছে বহু ঘরবাড়ি। নদী ভাঙন কবলিত এলাকার মানুষ অন্যত্র সরিয়ে নিচ্ছেন তাদের বসত ঘড় বাড়ি।দ্রুত নদী ভাঙন রোধের দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ ।এদিকে নদী ভাঙন করলিত এলাকায় ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও টিউব ফেলছে ভোলা পানি উন্নয়ন বোর্ড।

ভাঙন কবলিত এলাকায় গিয়ে দেখা গেছে, চার কিলোমিটার এলাকা জুড়ে মেঘনার তীব্র স্রোতে ভাঙছে নদীর তীর। এতে ফসলি জমি, বসত ভিটা, গাছপালা ভেঙে যাচ্ছে। ভাঙনের তীব্রতায় নদীপাড়ের মানুষজন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। হুমকির মুখে পড়েছে পুরো ইউনিয়ন।

নদী ভাঙনকবলিত এলাকার বসবাসরতরা বলেন, আমার বসতঘর ভাঙনের মুখে পড়ায় অন্যত্র সরিয়ে নিচ্ছি। কিন্তু কোথায় যাবো কোনো ঠিকানা পাচ্ছিনা।

ভাঙনকবলিত এলাকার মানিক মাঝি,নুর আলী মাঝি,রোকেয়া,মমিন সহ এলাকাবাসী জানালেন, এর আগেও বেশ কয়েকবার তারা ভাঙনের শিকার হয়েছেন। বর্তমানে আবার তাদের ঘর-বাড়ি ভাঙনের মুখে। সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা।

রাজাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান খান বলেন, গত সাতদিন ধরে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। স্রোত বাড়ছে সেইসঙ্গে ভাঙনও বাড়ছে। এভাবে ভাঙন চলমান থাকলে এক মাসের মধ্যেই পুরো ইউনিয়ন বিলীন হয়ে যাবে। হুমকির মুখে পড়বে শহর রক্ষা বাঁধও। তাই দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, আমাদের লোকজন কাজ করছে দ্রুত জিও টিউব ফেলে ভাঙন ঠেকানোর কাজ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৮   ৬৭ বার পঠিত  |