মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ১৭ অক্টোবর

প্রথম পাতা » খেলাধূলা » টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ১৭ অক্টোবর
মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১



ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মূল পর্বে যাওয়ার আগে বাংলাদেশকে খেলতে হবে প্রাথমিক পর্ব। যেখানে বি গ্রুপে স্বাগতিক ওমানের পাশাপাশি বাংলাদেশ খেলবে স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা ১৭ অক্টোবর

ওমানে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। যেখানে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। ১৯ অক্টোবর খেলবে স্বাগতিক ওমানের বিপক্ষে ও ২১ তারিখ অক্টোবর শেষ ম্যাচটি হবে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে।প্রথম পর্বে গ্রুপ ‘এ’ তে মুখোমুখি হবে শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। দুই গ্রুপের শীর্ষ দুই দল অংশ নেবে ২৩ তারিখ শুরু হওয়া সুপার১২ স্টেজে।

প্রথম পর্বে শীর্ষস্থানে থাকলে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও গ্রুপ ‘এ’ এর দ্বিতীয় দল।

সুপার ১২ এর উদ্বোধনী ম্যাচটি হবে আবু ধাবিতে। যেখানে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একই দিনে মাঠে নামবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট ম্যাচটি হবে ২৪ অক্টোবর। চির প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে দুবাইতে। সুপার ১২ তে উঠলে বাংলাদেশর সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪১   ৬৫ বার পঠিত  |