শনিবার, ৩১ জুলাই ২০২১

এমপি শাওনের মুঠোফোনে কলঃ খাদ্য পৌঁছলো করোনা আক্রান্তের বাড়ি

প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপি শাওনের মুঠোফোনে কলঃ খাদ্য পৌঁছলো করোনা আক্রান্তের বাড়ি
শনিবার, ৩১ জুলাই ২০২১



সালাম সেন্টু।।ভোলাবাণী।।লালমোহন প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর মুঠোফোনে সংকটের কথা জানিয়ে খাদ্য সামগ্রী পেয়েছে করোনায় আক্রান্ত এক ব্যক্তি।

এমপি শাওনের মুঠোফোনে কলঃ খাদ্য পৌঁছলো করোনা আক্রান্তের বাড়ি

শুক্রবার রাত ৮টায় খাদ্য সংকটের কথা জানিয়ে এমপি শাওনের মুঠোফোনে কল দেন লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আনোয়ার হোসেন আরশাদ নামে এক ব্যক্তি। এসময় এমপি শাওন ঢাকায় অবস্থান তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম কে নির্দেশ দেন। পরে রাত ৯টায় আরশাদের বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।এমপি নুরুন্নবী চৌধুরী শাওন জানান, রাত ৮টায় খাদ্য সংকটের কথা জানিয়ে আরশাদ ফোন দিলে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সহকারী কমিশনার ভূমি কে বলা হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে ঘরে অবস্থান করা কোনও মানুষই না খেয়ে থাকবে না। তাই মহামারী করোনার সংক্রমণ রোধে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। এসময় করোনা আক্রান্ত আরশাদের চিকিৎসায় নিজেই ব্যয়ভার বহন করবেন বলে জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

উল্লেখ্য, গত মঙ্গলবার করোনায় পজিটিভ হন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পঞ্চায়েত বাড়ির নাসির পঞ্চায়েতের ছেলে আনোয়ার হোসেন আরশাদ। এরপর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৭   ৭৪ বার পঠিত  |