মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

চরফ্যাসনে দরিদ্র নারীর বসতঘর ভেঙ্গে তছনছ করার অভিযোগ

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাসনে দরিদ্র নারীর বসতঘর ভেঙ্গে তছনছ করার অভিযোগ
মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১



ভোলাবাণী ।।চরফ্যাশন প্রতিনিধি: মা হারা এতিম দুই নাতী নাতনীকে নিয়ে বিবি মরিয়ম চরফ্যাসন উপজেলার প্রত্যন্ত এলাকা নজরুল নগর ইউনিয়নের  ৪নং ওয়ার্ডে  বসবাস করেন। দিনমজুর স্বামী আলমগীর হোসেন বাড়িতে না থাকার সুযোগে গত সোমবার (১২জুলাই) শেষ বিকেলে স্থানীয় ভূমি দস্যু ফরিদ ভূঁইয়া,নেজামল ভূইয়া ও আলাউদ্দিন মিলে লাঠিয়াল বাহিনি নিয়ে তাকে উৎখাত করে জোরপূর্বক জমি দখলের পায়তারা করে বলে অভিযোগ করেন মরিয়ম।

চরফ্যাসনে দরিদ্র নারীর বসতঘর ভেঙ্গে তছনছ করার অভিযোগ

তিনি বলেন, আমার স্বামীসহ জাহাঙ্গির,কালাম,আলাউদ্দিন ও সুমন মিলে ৫০শতাংশ জমি ক্রয় করে। মা হারা দুই নাতী নাতনী নিয়ে আমাদের ওই জমিতে ২৫বছর ধরে বসবাস করি। গত ৮মাস পূর্বে আলাউদ্দিন ও কালাম দেড় লাখ টাকা নিয়ে তাদের অংশের সাড়ে ১২ শতাংশ জমি আমাদের কাছে বিক্রয় করলেও দলিল ও জমি বুঝিয়ে না দিয়ে এলাকার ভূমি দস্যু ফরিদ ভূঁইয়া গং এর কাছে আবারো বিক্রির পায়তারা করে। উক্ত জমির আরেক মালিক জাহাঙ্গিরের স্ত্রী নাজমা বলেন,আমার শ্বশুর জমি রেকর্ডের সময় ফরিদ ভূঁইয়ার কাছে মূল দলিল দিলে সে আর দলিল ফেরৎ দেয়নি। পরে আমার শ্বশুরের মৃত্যুর পূর্বে ফরিদ গং এর কাছে এই জমি বিক্রয় করে গেছেন বলে দাবি করে ফরিদ গং,কিন্তু সালিস বৈঠকে কোন লিখিত ডকুমেন্ট দেখাতে পারেনি।বিবি মরিয়ম বলেন, জমির এ বিরোধ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে কথাকাটি হয়। সোমবার শেষ বিকেলের সময় দুই নাতী নাতনী ছাড়া বাড়িতে কেউ না থাকার সুযোগে ফরিদ,নেজামলের নেতৃত্বে আলাউদ্দিন,নুর ইসলামসহ ১৮-২০ জন লাঠিয়াল বাহিনী নিয়ে আমার ঘরটি ভেঙ্গে চুরমার করে। ঘরের চালচুলা ভেঙ্গে সংলগ্ন খালে নিয়ে ফেলে। এসময় আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও আমার মৃত কন্যার ব্যবহৃত স্বর্ণালঙ্কারগুলো নিয়ে যায় এই ভূমিদস্যুরা।

অভিযুক্ত নেজামুল ভূঁইয়া এই জমি মৌখিক বায়না সূত্রে  দাবি করলেও বিবি মরিয়মের ঘর ভাংচুর ও লুটতরাজে তাদের অংশ গ্রহণ ছিলোনা বলে জানান । দক্ষিন আইচা থানার ওসি হারুনর রশিদ বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫২   ৮১ বার পঠিত  |