শুক্রবার, ১১ জুন ২০২১

চরফ্যাশনে ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দিলো সৌদি আরব

প্রথম পাতা » দক্ষিণ আইচা » চরফ্যাশনে ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দিলো সৌদি আরব
শুক্রবার, ১১ জুন ২০২১



 মোঃ সেলিম রানা।।ভোলবাণী।। দক্ষিণ আইচা প্রতিনিধ।।

---

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত চরফ্যাশন উপজেলার উপকূলীয় এলাকার ৬শ পরিবারের মাঝে ত্রাণ দিয়েছে সৌদি আরব। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার কর্তৃক দরিদ্র জনগোষ্ঠীর জন্য পাঠানো হয় এ ত্রাণ।শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরিসহ জাহানপুর ও চরমানিকা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করছে সৌদি কর্তৃপক্ষ।

এই খাদ্য সামগ্রী চরফ্যাসন উপজেলার জাহানপুর ইউনিয়নে ২শ, চরমানিকা ইউনিয়নে ২শ,কুকরি মুকরি, জাহানপুর ইউনিয়নে ২শ মোট ৬শ খাদ্য সামগ্রী প্যাকেট তুলে দেন ত্রাণ সংস্থাটির প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন,সাবেক পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ ও চর কুকরী মুকরি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন,সম্পাদক মনির আহমেদ শুভ্র,চরমানিকা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার ও জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নসুমিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১৩:২৮   ১১০ বার পঠিত  |