বুধবার, ২৬ মে ২০২১

ঢালচর পানিবন্দি ৫০ পরিবারকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

প্রথম পাতা » দক্ষিণ আইচা » ঢালচর পানিবন্দি ৫০ পরিবারকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
বুধবার, ২৬ মে ২০২১



সেলিম রানা।। ভোলাবাণী।।দক্ষিণ আইচা প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিছিন্ন ইউনিয়ন ঢালচর থেকে ৫০ পরিবারকে উদ্ধার করা হয়েছে। ঢালচর পানিবন্দি ৫০ পরিবারকে  উদ্ধার করেছে কোস্টগার্ড।মঙ্গলবার  রাত ১o টার তাদের উদ্ধার করেছে বাংলাদেশ কোষ্টগার্ড  চরমানিকা আউট পোস্ট। বাংলাদেশ কোস্টগার্ড বেইজ ভোলার নিবার্হী কর্মকর্তা লেফটেন্যান্ট এস  এম তাহসিন রহমান জানান, আমরা  জীবনের ঝুঁকি নিয়ে ঢালচর থেকে ৫০ পরিবারকে উদ্ধার করে চরমানিকার চর কচ্ছপিয়া ঘাটে আনলে উদ্ধারকৃত পানিবন্দিদের অনেককে তাদের  নিজ ইচ্ছাপোষনের কারনে তাদের আত্নীয়-স্বজনের বাড়িতে নিরাপদ আশ্রয়ে থাকতে দেয়া হয়েছে।এই সময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ কোষ্টগার্ড চরমানিকা ষ্টেশন  কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) ও কোস্টগার্ড সদস্য বৃন্দ।

বাংলাদেশ সময়: ২০:৫৪:১০   ৭০ বার পঠিত  |