রবিবার, ২৩ মে ২০২১

উন্মুক্তবস্থায় বালু পরিবহনের দায়ে ট্রাক্টর চালককে জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » উন্মুক্তবস্থায় বালু পরিবহনের দায়ে ট্রাক্টর চালককে জরিমানা
রবিবার, ২৩ মে ২০২১



লালমোহন প্রতিনিধি।।

---ভোলার লালমোহনে খোলামেলা পরিবেশে বালু পরিবহনের দায়ে এক ট্রাক্টর চালককে ১ হাজার টাকা জরিমানা এবং গাঁজা সেবনের দায়ে মোঃ শামিম নামের একজনকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে লালমোহন বাজারের বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত শামিম উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ গ্রামের জহিরুলের ছেলে।
এসময় মাস্ক পরিধান না করায় ৮ জন পথচারী কে ২৫শ টাকা জরিমানা করা হয় এবং মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম জানান, মহামারী করোনার প্রকোপরোধে সরকারি নির্দেশনানুযায়ী মাস্ক পরিধান বাধ্যতামূলক। মাস্ক পরিধান নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:১১:৪৭   ৭৪ বার পঠিত  |