শুক্রবার, ৩১ মার্চ ২০১৭

কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সাক্কু

প্রথম পাতা » জাতীয় » কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সাক্কু
শুক্রবার, ৩১ মার্চ ২০১৭



---ভোলাবাণী ডেক্স: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ধান শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৮৬৩ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল চারটা পর্যন্ত।

ভোটগ্রহণকালে ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কুমিল্লা সিটি কলেজ কেন্দ্রে পুরুষদের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

নির্বাচনে মেয়র পদে চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১০:০১:৩৫   ২০২ বার পঠিত  |