রবিবার, ২ মে ২০২১

ওজনে কম দিতে ভারী ঠোঙা ব্যবহার! ছয় ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » এক্সক্লুসিভ » ওজনে কম দিতে ভারী ঠোঙা ব্যবহার! ছয় ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা
রবিবার, ২ মে ২০২১



নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।

ওজনে কম দিতে ভারী ঠোঙা ব্যবহার! ছয় ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা

ভোলার চরফ্যাসন উপজেলায় ক্রেতাদেরকে ফল ওজনে কম দিতে ভারী ঠোঙা ব্যবহার করায় ছয় ফল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মে) চরফ্যাসন সদর ও চেয়ারম্যানে বাজারে উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) রিপন বিশ্বাস মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, চরফ্যাসন সদর ও চেয়ারম্যান বাজার বেশ কয়েকটি ফলের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায়, দোকান ভেদে ফল বিক্রয়ের ঠোঙার ওজন ৬০ থেকে ১০০ গ্রাম। ফল ক্রেতাকে ইচ্ছাকৃতভাবে ওজনে কম দেওয়ার উদ্দেশ্যে ঠোঙার নিচের দিকে কয়েক পরতের মোটা কাগজ ও বোর্ড কাগজ দিয়ে ওজন বৃদ্ধি করে সেই ঠোঙাসহ ওজন করে ফল বিক্রয় করা হচ্ছে। এসময় ৬জন ফল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৪৭   ৮৩ বার পঠিত  |