রবিবার, ২৫ এপ্রিল ২০২১

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৩১ লাখ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৩১ লাখ
রবিবার, ২৫ এপ্রিল ২০২১



ভোলাবাণী ডেক্সঃ করোনাভাইরাসে গত একদিনে বিশ্বে ১৩ হাজার ৩৯০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ লাখ ১২ হাজার ৭৫২ জন। গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২১ হাজার ৬৭৪ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৭০ লাখে।

বিশ্বে করোনায় প্রাণহানি  ছাড়াল ৩১ লাখ

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩১ লাখ ১২ হাজার ৭৫২ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৮২০ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৫ হাজার ৮৮০ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৬৫৩ জনের দেহে।যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৭৬৯ জন। মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১০ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৮ হাজার ২১৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৬০৯ জন।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৪৯   ৮৯ বার পঠিত  |