বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১

টেস্ট ইতিহাসে মুমিনুল-শান্তর রেকর্ড

প্রথম পাতা » খেলাধূলা » টেস্ট ইতিহাসে মুমিনুল-শান্তর রেকর্ড
বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১



ভোলাবাণী স্পোর্টস ডেক্সঃ শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় ১৫২ রানে তামিম ইকবাল আউটের পর জুটি বাঁধেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। প্রথম দিন লাঞ্চের কিছুক্ষণ পর শুরু। দ্বিতীয় দিনও অপ্রতিরোধ্য তারা। দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড জুটি হয়েছে তাদের।

আগের রেকর্ডেও ছিল মুমিনুলের অংশীদারিত্ব। কিন্তু ওইবার তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম আর এবার শান্ত।

দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড জুটিতে ৩৪২ রানের জুটি করেন মুমিনুল-শান্ত।

দেশের টেস্ট ইতিহাসে তৃতীয় উইকেটে রেকর্ড ৩৪২ রানের জুটি করেন মুমিনুল-শান্ত। ২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রাম টেস্টে এই শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন মুমিনুল ও মুশফিক। এবার তা ছাপিয়ে গেলেন মুমিনুল আর শান্ত।শান্ত-মুমিনুলের রেকর্ড জুটির সুবাদে লাঞ্চ বিরতির পর বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৪৩০ রান ৪ উইকেটের বিনিময়ে। শান্ত আউট হন ১৬৩ রান করে।এসমইয় তিনি ৩৭৮ টি বল খেলেছেন। এবং মমিনুল ৩০৪ বলে ১২৭ রান করে আউট হন ।  এখন ব্যাট করছেন লিটন দাস আর মুশফিকুর রহিম। মুশফিক ৭০ বলে ২২ রানে ব্যাট করছেন।আর লিটন দাস ১৫ বলে ১২ রানে ক্রীজেআছেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:২৪   ৬১ বার পঠিত  |