৩ মাস পার হলেও বই পায়নি লালমোহনের অনেক শিক্ষার্থী

প্রথম পাতা » ভোলার শিক্ষা » ৩ মাস পার হলেও বই পায়নি লালমোহনের অনেক শিক্ষার্থী
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭



 

---

মো:আমজাদ হোসেন , (লালমোহন প্রতিনিধি): ভোলার বিভিন্ন উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বছরের তিন মাস পার হলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড কর্তৃক অনুমোধিত বই হাতে পায়নি অনেক শিক্ষার্থীরা।

জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সূত্র মতে জানা গেছে, স্ব স্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস নিজ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই সরবরাহ করেছেন।

অথচ লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় ,গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাঙ্গাশিয়া স্কুল এ্যান্ড কলেজ,সাদাপোল ডা:আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পাঙ্গাশিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা দুই একটি বই কম পেলেও পার্শবর্তী উপজেলা চরফ্যাশনের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সবারই পাঁচ থেকে ছয়টি বই এখনও বাকি ।

এ উপজেলার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের বই না পাওয়ার হতাশা শিক্ষার্থীদের মাঝে আরও করুন।

ভৌগলিক এ উপজেলা জেলার অন্য সব উপজেলার চেয়ে উন্নয়নে এগিয়ে আছে। অন্যদিকে উপজেলার ট্যাফন্যাল ব্যারেট(টিবি) মাধ্যমিক বিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় সমান তালে শিক্ষা ঐতিহ্য সংস্কৃতি পরীক্ষার ফলাফল এবং সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষায় এগিয়ে যাচ্ছে।

দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ৪৮টি এ+ এবং ট্যালেন্টপুলে ২ জন এবং সাধারণ ১১ জন শিক্ষার্থী বরিশাল বোর্ডের অধীনে বৃত্তি পেয়েছে ।অথচ এখানে প্রচুর শিক্ষার্থী থাকার কারণে পর্যাপ্ত শ্রেণি কক্ষ, বিজ্ঞানাগার এবং অনেক শিক্ষকদের মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষের প্রশিক্ষণ থাকলেও মাল্টিমিডিয়া ক্লাসের অভাবে শিক্ষার্থীরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তির স্বপ্ন বাস্তবায়নের প্রসার এ আশির্বাদ থেকে বঞ্চিত।অন্যদিকে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও পাঠ্যবই থেকে বঞ্চিত।

এ প্রসঙ্গে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী চরফ্যাশন উপজেলায় এবারের জেএসসির ট্যালেন্টপুলে বৃত্তির পঞ্চম স্হান অধিকারী মো:ফাহিম ফয়সাল বলেন আমরা নবম শ্রেণির গ্রুপ বিষয় একটিও পায়নি,আমার মতো অনেকেই এ সমস্যায় আছেন ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বিপ্লব স্যার এ বিষয়ে বলেন আমাদের প্রতিষ্ঠান উপজেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল ও বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষে থাকা সত্যেও আমরা অনেক সমস্যায় জর্জরিত।স্কুলে বইয়ের সমস্যা এখনও আছে,অন্যদিকে বিজ্ঞানাগার,মাল্টিমিডিয়া ক্লাস এবং অবকাঠামো সমস্যা রয়েছে ।

চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জিয়াউল হক মিলন এ প্রসঙ্গে বলেন আমরা উপজেলার সবক স্কুল কলেজ কে মাল্টিমিডিয়া ক্লাসের আওতায় নিয়ে আসবো এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি । আর বই না পাবার বিষটি হলো চাহিদা অনুযায়ী বই আসেনি,সেসব প্রতিষ্ঠান এখনও বই পায়নি তাদেরকে শীঘ্রই বই দেবার চেষ্টা করছি।

এছাড়াও লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষার্থীদের জিম্মী করে রেখেছেন।সেখানে মার্কসিট ও সনদ নিতে তাদের বিভিন্ন হয়রানীর শিকার হতে হচ্ছে।অনেক শিক্ষার্থীর অভিযোগ এসব আনতে তাদের কাছ থেকে ৫০০/৬০০ টাকা নিয়ে থাকেন প্রতিষ্ঠানের প্রধান ও অফিসের করণিক।

এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন অভিযোগ আসে কিন্তু সামনে কেউ মুখ খোলেননা। নাম না প্রকাশে এক অভিভাবক বলেন প্রমাণ আছে কিন্তু এদের সঠিক বিচার হয়না তাই দেখেও না দেখার ভান করেন সবাই ।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৪০   ১৭০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলার শিক্ষা’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
প্রচণ্ড গরমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ
হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত রোজায় খোলা থাকবে স্কুল
গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠানে ভোলার ৮৭ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট ব্যবস্থা নেই
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জনবল সংকটে তজুমদ্দিনে বেহাল প্রাথমিক শিক্ষা ॥
মনপুরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীত অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
লালমোহন নির্মিত হচ্ছে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন
লালমোহনে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

আর্কাইভ