শনিবার, ১৭ এপ্রিল ২০২১

কালবৈশাখী ঝড়ে মেঘনায় ডুবেছে লঞ্চ ও বলগেট

প্রথম পাতা » চরফ্যাশন » কালবৈশাখী ঝড়ে মেঘনায় ডুবেছে লঞ্চ ও বলগেট
শনিবার, ১৭ এপ্রিল ২০২১



নিজস্ব প্রতিনিধি।।ভোলাবাণী।।

ভোলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবেছে লঞ্চ ও বলগেট।

সদর ও চরফ্যাশন উপজেলায় শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এতে কারও হতাহত বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।

সদরের জোড়খাল এলাকার মেঘনায় সকালে ঝড়ে ডুবে যায় পাথরবাহী বলগেটটি। ইলিশা ফেরিঘাটের নৌ পুলিশের পরিদর্শক সুজন চন্দ্র পাল জানান, পাথরগুলো ভোলার মেঘনা নদীর ভাঙন রোধে ব্লকের কাজে ব্যবহারের জন্য আনা হচ্ছিল কিশোরগঞ্জে থেকে। এমভি জেআরবি নামের বলগেটটি সেগুলো বহন করছিল।

বলগেটটি ভোলা সদরের জোড়খাল এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। সেটি এখনও খুঁজে পাওয়া যায়নি।

ঝড়ের কবলে পড়ে চর‍ফ্যাশনের ঢালচর ইউনিয়নের ঘাটে বাঁধা লঞ্চ ডুবে গেছে বলে জানিয়েছেন ঢালচর পুলিশ ফাঁড়ির আইসি নজরুল ইসলাম।

তিনি জানান, হঠাৎ ঝড়ে লঞ্চটির উপরের অংশ উড়ে যায়। ডুবে যায় এর নিচতলা। স্থানীয়দের সহযোগীতায় লঞ্চের কর্মীরা এটিকে দড়ি দিয়ে বেঁধে ঘাটে আটকে রেখেছে। ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য কাউছার ফরাজী জানান, এই লঞ্চটি ছিল ঢালচর ইউনিয়নের সঙ্গে চরফ্যাশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটিই ছিল ঢালচরবাসীর যোগাযোগের অন্যতম মাধ্যম।

বাংলাদেশ সময়: ২২:১৫:৫৭   ৮৬ বার পঠিত  |