বুধবার, ৩১ মার্চ ২০২১

মনপুরায় স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরায় ৭ জনকে জরিমানা ॥
বুধবার, ৩১ মার্চ ২০২১




মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥
মনপুরায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় হাজির হাট বাজারে অভিযান চালিয়ে বাজার ব্যাবসায়ী ও পথচারীসহ ৭ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মনপুরা স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরায় জরিমানা এবং জনগনকে সচেতন করার জন্য মাস্ক পরিয়ে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা।

বুধবার (৩১ মার্চ) রাত ৮টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা এ অভিযান পরিচালনা করেন। এই সময় ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে ৭টি মামলায় এই জরিমানা করা হয়।অভিযান বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক ব্যাবহার করতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। সাধারন জনগনকে সচেতন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১৭:১১   ৫৯ বার পঠিত  |