বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

মনপুরায় টেইলারিং কোর্স সমাপনী চেক ও সার্টিফিকেট বিতরন ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় টেইলারিং কোর্স সমাপনী চেক ও সার্টিফিকেট বিতরন ॥
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি ॥
মনপুরা মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে ২ মাসের ট্রেডকোর্স টেইলারিং ও বিউটিফিকেশন কোর্স সমাপনী শেষে প্রশিক্ষন প্রাপ্তদের মধ্যে চেক ও কোস সমাপনী সার্টিফিকেট বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

মনপুরা প্রশিক্ষন কোর্সের চেক বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

বৃহস্পতিবার সকাল ১০টায় মহিলা বিষয়ক কার্যালয়ের হল রুমে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষন প্রকল্প নবম ব্যাচের ২টি ট্রেডকোর্সেও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরন করা হয়েছে।
এই সময় উপসত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রপ কুমার পাল, এপিসি প্রকল্প কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম,সাংবাদিক মোঃ ছালাহউদ্দিন,টেইলারিং কোর্সের প্রশিক্ষ মমতা রানী দাস ও বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষক জেরিন আক্তার।
ক্যাপসন ঃ
পিক ঃ ১,২ ৩

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫২   ৭৪ বার পঠিত  |