বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

জাগৃতির দীপন হত্যায় ৮ জঙ্গির ফাঁসির রায়

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » জাগৃতির দীপন হত্যায় ৮ জঙ্গির ফাঁসির রায়
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১



গাজী মো. তাহেরুল আলম।। দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর স্বামী হত্যার বিচার পেয়ে আদালতে কাঁদলেন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনের স্ত্রী রাজিয়া রহমান।

বুধবার (১০ ফেব্রুয়ারি) এ মামলার রায়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আট জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।

রায় ঘোষণার পর আদালত কক্ষের ভেতরে প্রায় ১০ মিনিট নীরবে বসে কাঁদতে দেখা যায় দীপনের স্ত্রী রাজিয়া রহমানকে। মুখের মাস্ক খুলে তাকে চোখের পানি মুছতে দেখা যায়।

পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি খুব অসুস্থ, কালকে আমার মামা মারা গেছেন। আমরা এই রায় নিয়ে সন্তুষ্ট। আজকে আমরা যে রায় পেয়েছি, এটার জন্য সংশ্লিষ্ট যারা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

দীপন হত্যায় আট জঙ্গির ফাঁসির রায়:

বাংলাদেশে লেখক-প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের উপর ধারাবাহিক হামলার মধ্যে ২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে আক্রান্ত হন দীপন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে দীপনকে গলা কেটে হত্যা করা হয়। পরে শাহবাগ থানায় হত্যা মামলা করেন দীপনের স্ত্রী রাজিয়া রহমান।

এ মামলার আট আসামির মধ্যে দুজন পলাতক। বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে পুলিশের ভাষ্য।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, লেখক, ব্লগার ও প্রকাশকদের হত্যার অংশ হিসেবে অভিজিত রায়ের বই প্রকাশের জন্য জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়।

---“যারা বই প্রকাশের দায়ে মানুষ হত্যা করতে পারে, তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু। ফয়সাল আরেফিন দীপন হত্যায় অংশগ্রহণকারীরা বেঁচে থাকলে আনসার আল ইসলামের বিচারের বাইরে থাকা সদস্যরা একই অপরাধ করতে উৎসাহী হবে।”

বাংলাদেশ সময়: ৯:৪৮:৩৩   ৭৭ বার পঠিত  |