বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

উপশহর কুঞ্জেরহাটে মারকাজুত মাদরাসার ছবক অনুষ্ঠান

প্রথম পাতা » বোরহানউদ্দিন » উপশহর কুঞ্জেরহাটে মারকাজুত মাদরাসার ছবক অনুষ্ঠান
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১



---

বিশেষ প্রতিনিধি।। ভোলার বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাট মারকাজুত তাহফিজ মাদ্রাসা’র ছবক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার(২১জানুয়ারি) সকাল দশটায় মাদরাসার  মিলানায়তনে অনুষ্ঠিত হয়।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহিবউল্লাহর সভাপতিত্বে প্ৰধান অতিথি ছিলেন, তজুমদ্দিন ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নসরুল্লাহ্।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দিদারুল্লাহ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ বীন ইয়ামীন,ধলীগৌর নগর কলেজের প্রভাষক মাওলানা মাকসুদ উল্যাহ্,মাঝের চর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী (তুহিন হাওলাদার), লালমোহন ইসলামীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ও স্বনামধন্য লেখক ফিরোজ মাহমুদ, হাফিজ ইব্রাহীম কলেজের প্রভাষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকারিয়া আজম,উপকূল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক গাজী মো. তাহেরুল আলম, সমাজ সেবক ডা. আবদুস সাত্তার প্রমূখ।


শিক্ষার্থীদের কোরআন শরীফের ছবক প্রদান করেন বিশিষ্ট আলেমেদ্বীন, কুঞ্জেরহাট দক্ষিণ মসজিদের খতিব ও বোরহানউদ্দিন সিনিয়র কামিল মাদরাসার প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম।মোনাজাত পরিচালনা করেন, হাফেজ ক্বারী মাসুম বিল্লাহ্।


ছবক অনুষ্ঠানে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত এবং শিশু শিল্পী যোবায়েরের দরদিকন্ঠে “মাগো তোমার একটি ছেলে মাদরাসাতে দিও… “গানটি উপস্থিত অতিথিদের মনে ভীষণভাবে দোলা দেয়।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৪৬   ৯১ বার পঠিত  |