রবিবার, ২৯ নভেম্বর ২০২০

তৃতীয় দিনের মত তজুমদ্দিনে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি পালন

প্রথম পাতা » তজুমদ্দিন » তৃতীয় দিনের মত তজুমদ্দিনে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি পালন
রবিবার, ২৯ নভেম্বর ২০২০



ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥

নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈশম্য নিরসনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার তজুমদ্দিনে স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করেন।

ছবি ক্যাপশন ঃ তজুমদ্দিনে স্বাস্থ্য  সহকারীদের কর্ম বিরতি  ।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন তজুমদ্দিনের আয়োজনে রবিবার টানা তৃতীয় দিনের মত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৯ টা থেকে এই কর্ম বিরতি শুরু করেন। কর্ম বিরতিতে ৩৪ জন স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন দাবী বাস্তবায়ণ কমিটির জেলা সভাপতি ও তজুমদ্দিন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সংগঠনের সভাপতি মোঃ জাহিদ হোসেন ইকরাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও জেলা দাবী বাস্তবায়ণ কমিটির উপদেষ্টা মোঃ ছবিরুল হক, স্বাস্থ্য সহকারী ও জেলা দাবী বাস্তবায়ণ কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারী ও উপজেলা স্বাস্থ্য সহকারী সংগঠনের সম্পাদক মোঃ আঃ ছালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রাবেয়া বেগম, মোঃ মামুন প্রমুখ। কর্ম বিরতিতে অংশগ্রহণকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের ন্যায্যদাবী না মানা পর্যন্ত তারা প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সকল দাপ্তরিক কাজ বন্ধ কর্ম বিরতি পালন করবেন।

বাংলাদেশ সময়: ২২:২০:০৯   ১২৪ বার পঠিত  |