বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭

শেখ হাসিনার অধিনে আগামী ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে; ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’ এর উদ্বোধন শেষে - তোফায়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার অধিনে আগামী ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে; ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’ এর উদ্বোধন শেষে - তোফায়েল আহমেদ
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭



 

---

নিজস্ব প্রতিনিধি,ভোলাবাণী : বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধিনে আগামী ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত নিবার্চনে বিএনপি অংশগ্রহণ করবে। এসময় মন্ত্রী আগামী নির্বাচনে নৌকা প্রতীককে পুনরায় নির্বাচিত করার জন্য ভোট চান এবং দলীয় নেতা কর্মীদের এখন থেকে মাঠে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান করেন।

বৃহস্পতিবার বিকেলে ভোলার লালমোহন শাহবাজপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশের প্রথম তথ্য-প্রযুক্তিসংবলিত ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’ এর উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিফ হুইপ আ.স.ম ফিরোজ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, ডা. হাবিব এ মিল্লাত এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সফিকুল ইসলাম শিমুল এমপি, সানজিদা খানুম এমপি, মাহফুজুর রহমান মিতা এমপি, আনোয়ার হোসেন এমপি, আনোয়ারুল আবদিন তুহিন এমপি, নজিব মোহাম্মদ ফখরুল এমপি, নাহিম রাজ্জাক এমপি, ফাহিম গোলদার বাবেল এমপি, মো.আইন উদ্দিন এমপি, অনুপম শাহজান জয় এমপি, আলী আজম মুকুল, মমতাজ বেগম এমপি, জেলা প্রশাক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন প্রমুখ।

এর আগে লালমোহন উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয় উদ্বোধন ও বালক মাধ্যমিক বিদ্যালয় মাঠে লার্নিং এন্ড আর্নিং মেলা উদ্বোধনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তোফায়েল আহমেদ ল্যাপটপ ও আইটি সনদ প্রদান করেন।

‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কটি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে। এখান থেকে সরকারি-বেসরকারি শতাধিক সেবা পাওয়া যাবে।

এখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ৪০ ফুট বাই ৩০ ফুট ডিজিটাল এলইডি টিভি, যার মাধ্যমে সকল প্রকার খেলাধুলাসহ অন্যান্য সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান দেখা যাবে। পার্ক জুরে দেয়া হয়েছে ফ্রি ওয়াইফাই।

এছাড়া শান্তির প্রতীক নৌকার বিশাল এক আলোকিত প্রতিকৃতি সহ ডিজিটাল বিনোদনের আকর্ষণীয় আরও অনেক কিছুর ব্যস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৭   ২১৯ বার পঠিত  |