ভোলায় ত্রাণের ব্রীজ প্রধানে অনিয়ম,বাধাঁ দেয়ায় হামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ত্রাণের ব্রীজ প্রধানে অনিয়ম,বাধাঁ দেয়ায় হামলা
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭



 

ভোলায় ত্রাণের ব্রীজ প্রধানে অনিয়ম,বাধাঁ দেয়ায় হামলা

আদিল হোসেন তপু, ভোলাবাণী : ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে ৯নং ওয়ার্ডে (গুপ্ত মুন্সি) এলাকায় ত্রাণের ব্রীজের কাজে অনিয়ম এর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্থানীয়রা কাজের মান নিয়ে প্রশ্ন তোলে কাজ বন্ধ করে দেয়ায় ঠিকাদার নোমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্থানীয় যুবক রুবেল শিকদার সহ ৩জন কে পিটিয়ে গুরতর আহত করে।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নে ৯নং ওয়ার্ডে (গুপ্ত মুন্সি) এলাকায় কয়েক লক্ষাধিক টাকা ব্যায় একটি ত্রাণ এর ব্রীজ এর নির্মাণ কাজ করছে ঠিকাদার নোমান। কিন্তু প্রথম থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান এই ব্রীজের কাজ সরকারের সিডিউল মোতাবেক কাজ না করে নিম্ম মানের পাথর ব্যাবহার থেকে শুরু করে রড কম দিয়ে আসছিল। এব্যাপারে কয়েকবার ঠিকাদারকে কাজের মান ভালো করার নির্দেশ দিলেও তারা ক্ষমতার প্রভাব ঘাটিয়ে নিম্ম মানের কাজ করে চলছিল। এমনকি এই কাজ দেখার উর্ধ্বতন কোন কর্মকর্তাকে দেখা যায় নি।

স্থানীয়রাদের পক্ষে রুবেল শিকদার মঙ্গলবার দুপুরে এই কাজ বন্ধ করার নির্দেশ দিলে প্রভাবশালী ঠিকাদার নোমান তার সন্ত্রাসী বাহীনি দিয়ে তাকে ব্যাপক মারধর করে। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তিনি বলেন, যারা কাজের বাধাঁ দিবে তাদেরক চাদাঁবাজী মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হবে।

এই ঘটনায় ঠিকাদা নোমানের সাথে একাদিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

ভোলা সদর উপজেলায় পিআইও জিয়াউল হক বলেন, নিম্ম মানের কাজের কোন অভিযোগ পেলে অবশ্যই ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:২১   ১৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ