বরিশালে চুরি হওয়া দু’টি গরুসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে চুরি হওয়া দু’টি গরুসহ আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য আটক
শুক্রবার, ২ অক্টোবর ২০২০



---ভোলাবাণী ডেক্সঃ

বরিশালে চুরি হওয়া দু’টি গরুসহ কবির হাওলাদার (৪২) নামে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কবির ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার আমড়াবুনিয়া গ্রামের বাসিন্দা।

খাইরুল আলম জানান, গত ৬ জুলাই দিনগত রাতে এয়ারপোর্ট থানার ডেফুলিয়া এলাকার বাসিন্দা মনির হাওলাদারের বাড়ি থেকে আটটি গরু চুরি হয়ে যায়। এ বিষয়ে গত ৯ জুলাই এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

পরে তার নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হানুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে কাঁঠালিয়া থানার আমড়াবুনিয়া এলাকা থেকে গত ১ অক্টোবর রাতে গরু চুরি চক্রের সদস্য কবিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বাদীর চুরি হওয়া কালো দু’টি গরু উদ্ধার করা হয়। আটক কবিরকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের প্রধান সদস্য মো. শাহ আলম ও বড় রেজাউলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কবিরকে আটক করা হয়। এদের মধ্যে চোর চক্রের অন্যতম সদস্য বড় রেজাউল গরু চুরির কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উপ-পুলিশ কমিশনার জানান, মামলার বাদীর চুরি হওয়া আটটি গরুর মধ্যে দু’টি উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া বাকী গরুগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মো. ফয়সাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪৭   ১৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ