বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০

দুলারহাটে মিথ্যা স্বাক্ষী দিতে অস্বিকার করায় কলেজ ছাত্রী ও তার বাবাকে পিটিয়ে আহতের অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » দুলারহাটে মিথ্যা স্বাক্ষী দিতে অস্বিকার করায় কলেজ ছাত্রী ও তার বাবাকে পিটিয়ে আহতের অভিযোগ
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০



চরফ্যাশন প্রতিনিধি, ভোলা বানী
চরফ্যাশনের দুলারহাট থানার নীল কমল ইউনিয়নে মিরাজ হত্যা মামলায় মিথ্যা স্বাক্ষী দিতে অস্বিকৃতি জানানোর কারণে নিহত মিরাজের স্বজনরা নীলকমল ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও নীলকমল ইউনিয়ন বিডিপি কমান্ডার মো.শাহাবুদ্দিন এবং তার কন্যা নিলীমা জ্যাকব কলেজের এইচএসসি পরিক্ষার্থী খাদিজা আক্তার শিরিনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়াগেছেআহত বাবা এবং মেয়েকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছেগত মঙ্গল ও বুধবার ঘোষেরহাট বাজারে শাহাবুদ্দিনের বাসার সামনে এঘটনা ঘটেছে বলে জানাগেছে  এঘটনায় মঙ্গলবার দুলারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো.শাহাবুদ্দিন
---হাসপাতালে চিকিৎসাধীন আহত শাহাবুদ্দিন বলেন, মিরাজ হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামীদের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেয়ার জন্য দির্ঘ দিন যাবত মিরাজের মা নুরুন্নাহার আমাকে বলে আসছেনকিন্তু আমি মিথ্যা স্বাক্ষী দিতে পারবনা বলে তাকে জানিয়ে দিয়েছিমঙ্গলবার এনিয়ে আমার কলেজ পড়য়া মেয়ে খাদিজার সঙ্গে তর্কে জড়ায় নিহত মিরাজের মা নুরজাহান বেগমএক পর্যায়ে তিনি আমার মেয়ের মুখে ইট নিক্ষেপ করেনএতে আমার মেয়ে গুরুতর আহত হলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করিএঘটনায় আমি বাদি হয়ে নুরনাহারকে অভিযুক্ত করে দুলারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করিবুধবার থানা পুলিশ ঘটনা তদন্ত শেষে থানা ফিরলে দুপুরের পর আমার মেয়ে শারমিন(১৬) ও শাহারা (৯) নলকুপের পানি আনতে যায়পথিমধ্যে  নুর নাহারের ছেলে নাহিদ ও রিয়াজ তাদেরকে শ্লীলতাহানির চেষ্টা করেএসময় মেয়েরা চিৎকার দিলে আমি তাদেরকে রক্ষায় এগিয়ে গেলে তারা আমাকে এলোপাথারী মারধর করে আহত করেতাদের প্রহারে আমার মাথা এবং বাম কানে রক্তাক্ত জখম হয়স্বজনরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে
অভিযোগের বিষয়ে নুরুন্নাহারের ছেলে রিয়াজ জানান, মিরাজ হত্যা মামলায় মিথ্যা স্বাক্ষী দিতে অস্বিকৃতি জানানোর কারণে আমরা তাদের উপর হামলা করেছি এসব অভিযোগ সঠিক নয়
দুলারহাট থানার ওসি মো.ইকবাল হোসেন জানান, মঙ্গলবার শাহাবুদ্দিন বাদী হয়ে তার মেয়ের উপর হামলার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেবুধবারের ঘটনায় কোন পক্ষই অভিযোগ করেনিতবে দুই পক্ষের লোকই আহত হয়েছেআমি তাদেরকে চিকিৎসা নিতে বলেছি

 

 

বাংলাদেশ সময়: ০:৩৩:২৫   ২৪৪ বার পঠিত  |