আজ ৬ মার্চ, জাতীয় পাট দিবস

প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ ৬ মার্চ, জাতীয় পাট দিবস
সোমবার, ৬ মার্চ ২০১৭



---

ভোলা বানী: আজ ৬ মার্চ, সোমবার । জাতীয় পাট দিবস। বিদসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সোনালি আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’। দেশে এবারই প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় পাট দিবস-২০১৭’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় দিবসটি পালনে নিয়েছে নানা উদ্যোগ। আজ সকাল সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ঢাকাসহ সারা দেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোক সজ্জা করা হয়েছে।

এছাড়া দিবসের মূল অনুষ্ঠান আগামী ৯ থেকে ১১ মার্চ তিনদিনব্যাপী হবে। এ সময় পাটপণ্যের মেলা হবে, যা রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ অনুষ্ঠানে  সেরা পাটবীজ উৎপাদনকারী, সেরা পাটচাষী, রফতানিকারক প্রতিষ্ঠানসহ আট ক্যাটাগরিতে এবং পাট সংশ্লিষ্ট গবেষণা ও উদ্ভাবনের জন্য দুব্যক্তিকে পুরস্কৃত করা হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, পাট শিল্পের সঙ্গে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত। দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির সেঙ্গে মানানসই পাট ও পাটজাত পণ্য দেশে যেমন গুরুত্বের দাবিদার, তেমনি বিশ্ব বাজারেও এটি এখন অনন্য পরিবেশ-বান্ধব পণ্য হিসেবে সমাদৃত।

‘সরকার পাটখাতের উন্নয়নের জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাণী দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১:৩৫:০০   ১১৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ