বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯ জন। আক্রন্ত ৩৯৪৬ জন ।

প্রথম পাতা » প্রধান সংবাদ » কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯ জন। আক্রন্ত ৩৯৪৬ জন ।
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০




ভোলা বাণী করোনা ডেক্সঃ বাংলাদেশে নতুন করে ৩৯৪৬ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে মারা গেছেন ৩৯ জন।প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৯ জন। আক্রন্ত ৩৯৪৬ জন ।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলো ১৬২১ জন।আর বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে।

নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় ১৭,৯৯৯ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২১.৯২ ভাগের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি নমুনা।

নতুন করে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী।

মারা যাওয়াদের মধ্যে ১০ জনের বয়স ২১ থেকে পঞ্চাশের মধ্যে এবং বাকি ২৯ জন পঞ্চাশোর্ধ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮২৯ জন সুস্থ হয়েছেন এবং বাংলাদেশে এখন পর্যন্ত ৫১,৪৯৫ জন সুস্থ হয়েছেন বলে জানান নাসিমা সুলতানা।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৪৮   ১১২ বার পঠিত  |