শুক্রবার, ১২ জুন ২০২০

ত্রাণ নিয়ে প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষের দরজায় নৌবাহিনী

প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রাণ নিয়ে প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষের দরজায় নৌবাহিনী
শুক্রবার, ১২ জুন ২০২০



আদিল হোসেন তপু।।ভোলা বাণী।।বিশেষ প্রতিনিধি:
করোনা ভাইরাসের প্রভাবে প্রত্যান্ত অঞ্চলের কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলার জাহানপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর হাসিনা ও শীতলক্ষ্যা, পদ্মা এবং তানিয়া আবাসনের প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ নিয়ে প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষের দরজায় নৌবাহিনী

ভোলা কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. আসিফের নেতৃত্বে এসব ত্রাণ সামগ্রী অসহায় পরিবারের হাতে তুলে দেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
এব্যাপারে ভোলা কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. আসিফ বলেন, দেশে মহামারী করোনা ভাইরাসের প্রভাব পড়ার সাথে সাথে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। তারাই ধারাবাহিকতায় আজও আমরা এসব অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এ বিতরণ কার্যক্রম দেশে করোনা দুর্যোগ চলা পর্যন্ত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৯:২৯:০৫   ১৯২ বার পঠিত  |