বোরহানউদ্দিনে জেলে- প্রশাসনের সংঘর্ষ।। পুলিশ সহ আহত ১০

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে জেলে- প্রশাসনের সংঘর্ষ।। পুলিশ সহ আহত ১০
শনিবার, ১৪ মার্চ ২০২০



---ভোলাবাণী।।বোরহান উদ্দিন প্রতিনিধি।।

সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনার অভয়াশ্রমে অভিযান চলাকালীন সময়ে ওই টিমের উপর হামলা চালায় জেলেরা। শনিবার বিকালে স্থানীয় স্লুইসগেট গেইট এলাকায় সোনাপুর এলাকার ছালাউদ্দিন মেম্বার এর উস্কানীতে কামাল মাজির নেতৃত্বে এ হামলা চালায় জেলেরা। এতে পুলিশ সহ মৎস্য বিভাগের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী, অফিসার ইনচার্জ ম,এনামুল হক ও তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক এর নেতৃত্বে একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আড়াই ঘন্টা ব্যাপী এ অভিযানে ৪ টি নৌকা, ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।

এ সমস্ত তথ্য সংশ্লিষ্ট একাধিক বিভাগের। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুল সালেহীন জানায়,মৎস্য সম্পদ রক্ষার্থে সরকারের নির্দেশনানুসারে শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা মৎস্য বিভাগের নেতৃত্বে মেঘনায় যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনাকারী দলটি বোরহানউদ্দিন – তজুমদ্দিন সীমান্তবর্তী স্লুইসগেট এলাকায় পৌছলে তজুমদ্দিন উপজেলার সালাউদ্দীন মেম্বার এর উস্কানিতে কামাল মাঝির নেতৃত্বে মাঝিরা লাঠি সোটা নিয়ে অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা চালায়।তাদের নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাতে বোরহানউদ্দিন মৎস্য বিভাগের মনিরুজ্জামান, সহিদ আল হেলাল সহ কমপক্ষে ১০-১২ আহত হয়।

বাকিদের নাম তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।প্রায় আড়াই ঘন্টা পুলিশ জেলেদের সংঘর্ষে প্রশাসনের সহনশীলতার কারণে বড় রকমের ক্ষয়- ক্ষতি এড়ানো সম্ভব হয় বলে তারা জানান। অভিযানে আটককৃত ৪ টি নৌকা নিলামে বিক্রির করা হয়।আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম,এনামুল হক জানান,সংঘর্ষের সংবাদ শুনে ওই স্থান মির্জাকালু পুলিশ ফাঁড়ির একটি টিম তাৎক্ষণিক ভাবে পাঠানো হয়।পরে তিনি( ওসি) সহ অপর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন,তজুমদ্দিন উপজেলার কতিপয় উশৃংখল জেলে বোরহানউদ্দিনের মেঘনায় অনুপ্রবেশ করে মাছ শিকার করে।এমন সংবাদে আজ অভিযান করলে তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল ছুঁড়ে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:৩৯:০৭   ২০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ