বুধবার, ৭ আগস্ট ২০১৯

ভোলায় ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ৭ আগস্ট ২০১৯



---নিজস্ব প্রতিনিধি।। ভোলাবাণীঃ

ভোলায় ২০১১ সালের একটি ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ভোলার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ আতোয়ার রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভুট্টু সরদার, আবুল বাসার ও রফিক মাল।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২ জুলাই ইলিশা ইউপির চর আনন্দ গ্রামের এক তরুণী গণর্ষণের শিকার হয়। পরে ধর্ষিতা নিজেই ওই বছরের ৭ জুলাই আদালতে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

তদন্ত ও দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার বিচারক ওই তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এ মামলায় অভিযুক্ত বাদশা ও কবিরকে খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা জেল হাজতে রয়েছেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৯   ২২০ বার পঠিত  |