বনপা’র দ্বি -বাষিক নির্বাচন আগামী সেপ্টেম্বর; ভোটার হওয়ার শেষ সময় আগামী ৩০ জুলাই

প্রথম পাতা » প্রধান সংবাদ » বনপা’র দ্বি -বাষিক নির্বাচন আগামী সেপ্টেম্বর; ভোটার হওয়ার শেষ সময় আগামী ৩০ জুলাই
সোমবার, ২২ জুলাই ২০১৯



বনপা’র দ্বি -বাষিক নির্বাচন ২০১৯প্রেস বিজ্ঞপ্তি ::

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বনপা’র দ্বি -বাষিক নির্বাচন ২০১৯ আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ভোটের মাধ্যমে গঠিত হবে সংগঠনের ৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ । প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করে তারিখ , সময় ও ভেন্যু নির্ধারণ করবেন।

৫ জুলাই ২০১৯ জরুরী সভায় সিরধান্ত হওয়ার পর বনপা’র নীতি নির্ধারণী কমিটির সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে বনপা’র সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী কে আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন আশরাফ কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন উপকমিটি গঠন করা হয়। আজীবন সদস্য ছাড়া ফ্রী’তে বনপার সাধারণ ও সহযোগী সদস্য সংগ্রহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সচল অনলাইন নিউজ পোর্টাল গুলির সম্পাদক/প্রকাশকরা ভোটার বলে গণ্য হবেন। ভোটার হওয়ার শেষ সময় আগামী ৩০ জুলাই ২০১৯।

অতঃপর নির্বাচন উপকমিটি-২০১৯ বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন বরাবর ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের নাম দিবেন, সভাপতি ১জন প্রধান নির্বাচন কমিশনার ও ২ জন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করবেন।

নির্বাচন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী এবং সদস্য সচিব, শাহাদাৎ হোসেন আশরাফ, নির্বাচন সমন্বয়কারী হিসেবে সর্বদা নির্বাচন কমিশন কে সহযোগিতা করবেন এবং কমিশনের সঙ্গে নির্বাচন সুন্দর ভাবে শেষ করতে প্রয়োজনীয় বাবস্থা গ্রহন করবেন।

অন্যান্য সিদ্ধান্ত :

১. বনপা’র সদস্য রেজিঃ শেষ তারিখ ৩০ জুলাই ২০১৯। (অনলাইনে www.bonpa.org এ গিয়ে আপনার ছবি সহ ফরম পুরন করবেন)। প্রকাশ থাকে যে একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে প্রকাশক / সম্পাদক এক জন মাত্র বনপা’র সদস্য হতে পারবে।

আগামী ৩০ জুলাই ২০১৯ এর মধ্যে সাধারণ ও সহযোগী সদস্য নবায়নের জন্য কোন ফী প্রদান করা লাগবে না। তবে আজীবন সদস্য হতে ৫০০০ টাকা প্রদান করতে হবে।

যে সকল পদে নির্বাচন অনুষ্ঠিত হবে :

সভাপতি -১, সহ-সভাপতি- ৯, সাধারণ সম্পাদক -১, যুগ্ম-সম্পাদক-৩, সাংগঠনিক সম্পাদক-৯,  ট্রেজারার-১, মহিলা বিষয়ক সম্পাদক-১, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-১, প্রচার সম্পাদক-২, সমাজ কল্যাণ সম্পাদক-১, দপ্তর সম্পাদক-১, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক-১, আইন সম্পাদক-১, পরিবেশ ও পর্যটন সম্পাদক-১, আন্তজাতিক সম্পাদক -৩ এবং নির্বাহী সদস্য । মোট ৫১।

মনোনয়ন পত্রের মূল্য প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক নির্ধারণ হবে । এ বিষয় পরে জানানো হবে। শুধুমাত্র সদস্যরাই নির্বাচনে ভোট দিতে ও নির্বাচনী নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশ করতে পারবেন। ( ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে )

পরিশেষে সংগঠনকে আজকের পর্যায়ে নিয়ে আসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন ও সাধারন সম্পাদক রোকমুনুর জামান রনি।

বনপা’র নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। www.bonpa.org

ধন্যবাদান্তে

রোকমুনুর জামান রনি

সাধারন সম্পাদক।

০১৭২২১৫৮১৩০

বাংলাদেশ সময়: ২১:২৩:৫৭   ২৪৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ