রবিবার, ৭ জুলাই ২০১৯

বঙ্গবসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৪ জেলে

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৪ জেলে
রবিবার, ৭ জুলাই ২০১৯



---নিজস্ব প্রতিবেদক।। ভোলাবাণী।। বঙ্গব সাগরে ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ট্রলারডুবিতে নিখোঁজ ১৪ জেলে। শনিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতার দাবি জানানো হয়েছে।

গত শুক্রবার (৫ জুলাই) সন্ধায় বঙ্গব সাগরের ঝড়ের কবলে পড়ে ভোলার মনপুরা উপজেলার ১৪ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। এ খবর পেয়ে ভোলাবাণীর একটি প্রতিনিধি দল সরজমিনে গেলে দুলারহাট নুরাবাদ ও আহাম্মদ পুর নিখোঁজ জেলে পরিবারের সাথে আলাপ কালে জেলে পরিবারের সন্তান ও স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। পরিবারের দাবী ১৪ জেলের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এরা হলেন— চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মোঃ শাহাজাহান মাঝি (৫০) পিতা আঃ মুনাফ,মোঃ জামাল মেস্তুরী (৩৫) পিতা মোঃ জাকির দৌলত,মোঃ রুবেল (২২) পিতা মোঃ জাকির, আঃ হাই (২৫) পিতা মোঃ সেলিম দৌলত,মোঃ আফসার জমাদার (৫০) পিতা ছালাম জমাদার,মোঃ শাহাজাহান (৪৫) পিতা মোস্তফা,মোঃ জসিম (২০) পিতা মনির,মোঃ হোসেন (৪০) পিতা খলিল মুন্সি,মোঃ রবিউল (১৮) পিতা শাহে আলম,মোঃ নাসির (৪৫) পিতা আলী হোসেন, মোঃ সুলতান মাঝি (৫০) পিতা খালেক মাঝি, মোঃ রফিজল (৫৫) পিতা আলী হোসেন,মোঃ কবির (৪০) পিতা রুহুল আমিন,মোঃ জলিল (৩৫) পিতা আঃ হক।

কোস্টগার্ড চরফ্যাশন দক্ষিণ অপারেশন অফিসার এর সাথে আলাপ কালে তারা জানান,নিখোঁজদের উদ্ধার তৎপরতার ব্যাপারে স্থানীয় জেলেদের সঙ্গে কোস্টগার্ড সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৪   ২৭০ বার পঠিত  |